স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার মধ্যকার ফোনালাপ প্রকাশের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং তথ্য সচিবকে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে। ফোনালাপ রেকর্ড এবং প্রকাশে দায়ীদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন অনুযায়ী ৩০ কার্যদিবসের মধ্যে ব্যবস্থা নিতে বলা হয়েছে। অন্যথায় হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হবে। আইনজীবী এসএম জুলফিকার আলী জুনু গতকাল বৃহস্পতিবার এ নোটিশ পাঠান। লিগ্যাল নোটিশে বলা হয়েছে, গত ২৬ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া ফোনালাপ করেন। যা পুরোটাই ছিলো রাষ্ট্রীয় এবং জনসাধারণের কল্যাণার্থে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু। কিন্তু সম্প্রতি কিছু মিডিয়া, ফেসবুক এবং নানা সামাজিক গণমাধ্যমে ওই ফোনালাপটি প্রচার হয়ে পড়ে। এ প্রেক্ষিতে ওই ফোনালাপটি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। কোনো ব্যক্তি তথা ব্যক্তিদ্বয়ের ফোনালাপ তাদের অগোচরে রেকর্ড করে তথা সংশ্লিষ্ট সরকারি দপ্তরের অনুমতি ছাড়া বিভিন্ন গণমাধ্যমে প্রচার করে জনগণকে দ্বিধা বিভক্তিতে ফেলা তথ্যপ্রযুক্তি আইনে শাস্তিযোগ্য অপরাধ।