খবর: (জীবননগরে দুর্নীতিবাজ সাবরেজিস্ট্রারের বিরুদ্ধে দলিল লেখকদের কলমবিরতি)
সাহেব বাবু দুর্নীতিবাজ খুব
মসলা খেয়ে পুকুরে দেন ডুব
ওনার নাকি অনেক বেশি খাই
বেবাক মানুষ বড্ড ধোঁকা পায়।
কথায় কথায় দাবি করেন ঘুষ
বাড়িতে খান দামি ফলের জুস
পয়সা কড়ির ওপরে বেশ টান
ওসব কিছু তবিল বোঝাই খান।
দিনে দিনে বাড়ছে খাওয়ার রেট
বাড়ছে ভুড়ি বাড়ছে মোটা পেট
থামছে নাকো মেদ ভুড়িটার বাড়
হচ্ছে মোটা শরীর এবং ঘাড়।
-আহাদ আলী মোল্লা