স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর তিতুদহের তেঘরির কলাগাছি ও গোবরগাড়া গ্রামে পরপর দু রাতে ৫টি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ ঘটনায় ইউনিয়ন জুড়ে বিরাজ করছে চরম আতঙ্ক। এলাকাবাসী জানায়, গতপরশু বুধবার রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের তেঘরির কলাগাছি গ্রামের ত্রিমনিতে দুর্বৃত্তরা পরপর দু’টি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের শব্দে গোটা এলাকা প্রকম্পিত হয়ে পড়ে। এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা না ঘটলেও স্থানীয়রা মনে করছে সন্ত্রাসীরা তাদের উপস্থিতি জানান দিতে এবং এলাকায় আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে এ বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে। এ দিকে গত মঙ্গলবার রাত ১০টার দিকে গোবরগাড়া প্রাথমিক বিদ্যালয়মাঠে ৩টি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটায় অজ্ঞাত দুর্বৃত্তরা। এলাকাবাসী অভিযোগ করে বলে, তিতুদহ ইউনিয়নের বিভিন্ন গ্রামে সন্ত্রাসীরা প্রায়ই বোমার বিস্ফোরণ ঘটায়। বিষয়টি প্রশাসনের খতিয়ে দেখা দরকার বলে মনে করছে সচেতন মহল।