গাংনী পৌর মেয়রসহ আওয়ামী লীগের ৯ জনের নামে মামলা

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীতে ট্রাকমালিক জামায়াত সমর্থক ফকির মহাম্মদের ওপর হামলার ঘটনায় গাংনী থানায় গতকাল বৃহস্পতিবার রাতে মামলা দায়ের হয়েছে। গাংনী পৌর মেয়র আওয়ামী লীগ নেতা আহম্মেদ আলীসহ ৯ জনের নামে মামলাটি দায়ের করা হয়। ফকির মহাম্মদ নিজেই বাদী হয়ে মামলাটি দায়ের করেন। গতরাতে মামলাটি নথিভুক্ত (রেকর্ড) করা হয়েছে বলে জানিয়েছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম। এদিকে মামলা দায়েরের ঘটনায় আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করে রাজনৈতিকভাবে হেয় করার জন্য মামলাটি দায়ের করা হয়েছে বলে অভিযোগ করেছেন গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী।