আলমডাঙ্গা ব্যুরো: কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষিত ১ নভেম্বরের কর্মসূচি সফল করতে গতকাল বুধবার আলমডাঙ্গা উপজেলা পৌর আওয়ামী লীগ প্রস্তুতিসভার আয়োজন করে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও শিক্ষানুরাগী নুরুল ইসলাম চেয়ারম্যান, সহসভাপতি আমিরুল ইসলাম মন্টু চেয়ারম্যান, প্রশান্ত অধিকারি, সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, আলম হোসেন, পৌর সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান, ইন্দ্রজিৎ দেব শর্মা, বিআরডিবির চেয়ারম্যান মহিদুল ইসলাম মহিদ, মাসুদ রানা তুহিন, সদর উদ্দিন ভোলা কমিশনার, কৃষকলীগ নেতা আজিজুল হক, মহত আলী, সরোয়ার উদ্দিন, যুবলীগ নেতা সাজ্জাদুল ইসলাম স্বপন, টগর, টাইগার, সবুজ, ছাত্রলীগ নেতা সৈকত খান, রাসেল প্রমুখ।