মাথাভাঙ্গা মনিটর: ইমতিয়াজ খাতরির সাথে বেশ দীর্ঘ সময়ের সম্পর্কের অবসান অবশেষে করেই ফেললেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। তাদের এ সম্পর্কের অবসানটা ঘটান খোদ সুস্মিতাই। এদিকে তার এ সম্পর্কের শেষের দিকে সুস্মিতার সাথে পাকিস্তানি ক্রিকেটার ওয়াসিম আকরামের সম্পর্কের গুঞ্জন ছড়াতে থাকে চারদিকে। সেই সম্পর্ককে সবসময় বন্ধুত্ব বলেই সবাইকে জানিয়েছেন সুস্মিতা। ক’দিন আগেই বন্ধুত্বের বিষয়টি সত্যিতে প্রমাণিত হয়েছে ওয়াসিম আকরামের বিয়ের মধ্যদিয়ে। এদিকে নতুন খবর হলো আবারও নতুন প্রেমে মজেছেন সুস্মিতা। এবার যেন আর লুকাচ্ছেন না বিষয়টি। খোলামেলা প্রেমেই মজেছেন সুস্মিতা। তার নতুন প্রেমিকের নাম হলো হৃতিক ভাসিন। সমপ্রতি মুম্বইতে সো বো ক্লাবের লঞ্চিং পার্টি আয়োজন করা হয় জমকালোভাবে। সেই পার্টিতে মধ্যরাতে হৃতিকের হাত ধরে উপস্থিত হন সুস্মিতা। এ সময় আগত অতিথিরা অনেকটা অবাকই হয়েছেন। কারণ, মধ্যরাতের পার্টিতে খুব একটা দেখা যায়নি এ অভিনেত্রীকে। সুস্মিতা সেন পার্টিতে এসেই মদপান শুরু করেন। এরপর হৃতিক ভাসিনের সাথে নাচতে থাকেন তিনি। এ সময় অনেকটা বেপরোয়া মনে হয়েছিলো সুস্মিতাকে।
এ পার্টিতে সারা রাতই কাটিয়েছেন সুস্মিতা। সে সময় খুব বেপরোয়া ছিলেন তিনি। ঘনিষ্ঠভাবে নেচেছেন প্রেমিকের সাথে। এরপর ভোরে হৃতিকের হাত ধরেই পার্টিস্থল ছাড়েন। পার্টিতে দু-একটি মিডিয়ার প্রতিনিধি উপস্থিত থেকে হৃতিকের বিষয়টি নিয়ে সুস্মিতাকে প্রশ্ন করলেও তার একটির উত্তরও দেননি তিনি। নিজের মতো করেই সময় কাটাতে থাকেন পার্টিতে। সুস্মিতার এ বিষয়টি নিয়ে এখন বেশ সরগরম ভারতীয় মিডিয়া।