স্টাফ রিপোর্টার: পিলখানা বিডিআর হত্যাযজ্ঞ মামলার রায় আগামী ৫ নভেম্বর ঘোষণা করা হবে। গতকাল বুধবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান রায় ঘোষণার এ নতুন তারিখ ধার্য করেন। এর আগে বকসীবাজার আলীয়া মাদরাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে গতকাল এ মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিলো। মঙ্গলবার সন্ধ্যায় নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে রায় ঘোষণা স্থগিত করা হয়।