ক্রীড়া প্রতিবেদক: প্লান অনূর্ধ্ব-১৫ বালিকা ফুটবলে চুয়াডাঙ্গা জেলাদল ২-০ গোলে মেহেরপুর জেলা দলকে পরাজিত করে জয়লাভ করেছে। গতকাল বুধবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় চুয়াডাঙ্গা জেলা দল মুখোমুখি হয় মেহেরপুর জেলা দলের। খেলার প্রথমার্ধের ৬ মিনিটে চুয়াডাঙ্গা জেলা দলের ৮ নং জার্সি পরিহিত খেলোয়াড় বৃষ্টি গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেয়। খেলার ২৪ মিনিটে বৃষ্টি আবারো গোল করে ২-০ গোলে এগিয়ে শক্ত অবস্থান তৈরি করে ফেলে। দ্বিতীয় অর্ধের শুরুতে মেহেরপুর জেলা দল প্রতিরোধ গড়ার পাশাপাশি গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে। কিন্তু চুয়াডাঙ্গা জেলা দলের রক্ষণভাগ ভেদ করে মেহেপুর গোল দিতে সমর্থ হয়নি। ফলে চুয়াডাঙ্গা ২-০ গোলে মেহেরপুর জেলাকে পরাজিত করে। চুয়াডাঙ্গা জেলা দলের কোচের দায়িত্ব পালন করেন সরোয়ার হোসেন মধু ও শহিদুল কদর জোয়ার্দ্দার এবং ম্যানেজার ছিলেন নুরুন্নাহার কাকলি। চুয়াডাঙ্গা জেলা দল জয়লাভ করায় চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন ও জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন। আজ একই মাঠে মুখোমুখি হবে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা। খেলা পরিচালনা করেন রবিউল ইসলাম, আলী হোসেন, জসিমউদ্দীন সাগর ও আজিজুল হক শীল।