তাছির আহমেদ: দামুড়হুদা চৌরাস্তার মোড় সংলগ্ন আলী মেম্বার ও নাসিরের চায়ের দোকানের সামনে বড়বড় গর্তের সৃষ্টি হয়ে রাস্তার বেহাল দশা হয়েছে। দেওলী থেকে চিৎলা হাসপাতাল পর্যন্ত, চিৎলার জুড়ানপুর মোড় থেকে গোবিন্দহুদা গ্রামের কবরস্থান পর্যন্ত এবং মোক্তারপুর গ্রামের বেশ কিছু স্থানে রাস্তা ঝুঁকিপূর্ণ হিসেবে দীর্ঘদিন চিহ্নিত হয়ে আছে। বর্তমানে রাস্তাটি চলাচলের প্রায় অনুপযোগী। প্রতিদিন এ সড়কে অসংখ্য যানবাহন চলাচল করে। ঢাকাগামী পরিবহনের চালক ন্যাদা ভাই বলেন, দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কের অবস্থা খুবই শোচনীয়। এ রাস্তার প্রায় জায়গায়ই ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। কিছু কিছু স্থান খুবই ঝুঁকিপূর্ণ। একটু অসাবধানেই ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা। ট্রাকচালক নিজাম উদ্দিন বলেন, ট্রাক ভর্তি করে ভারী মালামাল নিয়ে এ রুটে চলাচল করার সময় ট্রাকের চাকা গর্তে পড়লে স্টিয়ারিং কেটে যাওয়ার ভয় থাকে। তাতে সাথে সথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারে।
এলাকাবাসী বলে, আমরা দীর্ঘদিন অন্যায় আর বঞ্চনার মাঝখানে বসবাস করতে গিয়ে অন্যায়কে অন্যায় আর বঞ্চনাকে বঞ্চনা উপলব্ধি করতে ভূলে গেছি। আজ বিশ্ব যেখানে জ্ঞান বিজ্ঞানের মহোৎসবের পাদপীঠে দাঁড়িয়ে গ্রহ উপগ্রহের সন্ধান করে ফিরছে, ঠিক তখন আমরা খানাখন্দের ঐতিহ্যে পড়ে জ্ঞান হারিয়ে ফেলছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট ঝুঁকিপূর্ণ জনবহুল এ সড়কটি দ্রুত সংস্কার করে নিরাপদ সড়ক গড়ে তোলার দাবি এলাকাবাসীর।