জীবননগর ব্যুরো: বহু প্রতিক্ষীত জীবননগর উপজেলা জুয়েলারি সমিতির নির্বাচন আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ছাড়া অন্য সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় কেবলমাত্র এ দুটি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সভাপতি পদে বর্তমান সভাপিত রফিকুল ইসলাম রফিকসহ ৩জন ও সাধারণ সম্পাদক পদে ৩ জনসহ মোট ৬ জন এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জীবননগর উপজেলা জুয়েলারি সমিতির নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্বরত আজিবর রহমান জানান, জীবননগর উপজেলা জুয়েলারি সমিতির নির্বাচনে সভাপতি পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- বর্তমান সভাপতি রফিকুল ইসলাম রফিক (ছাতা), আশাবুল হক (আনারস) ও হাফিজুর রহমান হাফিজ প্রতিদ্বন্দ্বিতা করছেন দোয়াত-কলম প্রতীক নিয়ে। সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হচ্ছেন ইসমাইল হোসেন (মোরগ), তুহিন আহম্মেদ (মাছ) ও জসিমউদ্দিন লড়ছেন মই প্রতীক নিয়ে। জীবননগর উপজেলা জুয়েলারি সমিতির ভোটার সংখ্যা ১০৯ জন। সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত একটানা সমিতির মকছুদ মার্কেটে অবস্থিত কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।