স্টাফ রিপোর্টার: জামশেদ শামীমের রচনায় ও আপন রনির পরিচালনায় সম্প্রতি নির্মিত হল একক নাটক ‘ক্রেজি থ্রি ইন ট্রিপল থ্রি’। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী নওশাবা, কচি খন্দকার, জয় রাজ, জামশেদ শামীম, তমাল, দুঃখু সুমন, সুচনা সিকদার, শুভ ও অনুপম প্রমুখ। এ বিষয়ে নাট্যকার ও অভিনেতা জামসেদ গ্লিটজকে জানান, মানসিক হাসপাতালে চিকিৎসাধীন তিন রোগীকে নিয়ে নাটক ‘ক্রেজি থ্রি ইন ট্রিপল থ্রি’।
তিনি বলেন, মনোরমা মেন্টাল হসপিটাল এর তিনশ তিন নম্বর রুমের তিন পাগলকে নিয়ে নাটকের গল্প। এক রাতে হাসপাতাল থেকে বেরিয়ে যায় পাগল বাকার ওবামা। দারোয়ান শম্ভু মিয়া সারা শহর খুঁজে ফেরে বাকার ওবামাকে। বাকারের স্বপ্ন সে আমেরিকা যাবে। নির্মাতা সুত্র জানিয়েছে, নাটকটি একটি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।