আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার গোবিন্দপুরের মাদকব্যবসায়ী লিটনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল বুধবার আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আনজুমান আরা নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ওই কারাদণ্ডের আদেশ দেন।
জানা গেছে, গতকাল বুধবার আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর দাসপাড়ার মৃত ফজলেম উদ্দিনের ছেলে লিটন (৩৮) গাঁজা বিক্রি করছিলো। এ সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার আনজুমান আরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গাঁজা বিক্রি ও সিরিঞ্জ রাখার দায়ে তাকে ৮ মাস সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ও এএসআই সিরাজসহ সঙ্গীয় ফোর্স।