অনুশীলনে ইলিয়াস সানি

 

স্টাফ রিপোর্টার: দ্বিতীয় ওয়ানডের জন্য বাংলাদেশ দলে ডাকা হয়েছে বাঁহাতি স্পিনার ইলিয়াস সানিকে। আজ বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুর স্টেডিয়ামে নামবে বাংলাদেশ। গতকাল বুধবার ইলিয়াস দলে সাথে যোগ দিয়ে অনুশীলন করেন। ইলিয়াস তার চারটি ওয়ানডে ম্যাচের শেষটি খেলেন গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। চার ম্যাচে ২৮ বছর বয়সী এ ক্রিকেটারের উইকেট সংখ্যা পাঁচটি।