টিপ্পনী

 

খবর: (টেলিফোনে কী বলেছিলেন দু নেত্রী)

 

রাজনীতিতে ছাড় কিছু নেই

সব নেতা চান জিততে,

ফুল পিকাপে বলেন কথা

বিলকুলই হয় মিথ্যে।

 

ভেতর ভেতর কিসের খায়েশ

কেউ পারে না জানতে,

সারাবেলায় প্যানপ্যানানি

ভালোই পারেন কানতে।

 

সাতবেলা হয় চুলোচুলি

কিলাকিলি তাও গো,

পারলে দুজন সরে গিয়ে

মুক্তি দিয়ে যাও গো।

 

-আহাদ আলী মোল্লা