মাথাভাঙ্গা মনিটর: সবাইকে অবাক করে দিয়ে টেবিলের ওপর দাঁড়িয়ে নাচলেন বলিউডি অভিনেতা শাহরুখ খান! ২৪ অক্টোবর নির্মাতা সুভাষ ঘাই আয়োজিত এক পার্টিতে এ কাণ্ড করেছেন শাহরুখ। মিডডে জানিয়েছে, সম্প্রতি নিজের প্রোডাকশন হাউজের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বড় ধরনের পার্টির আয়োজন করেছিলেন সুভাষ ঘাই। সেখানে অতিথি হয়ে এসেছিলেন বলিউডের প্রথম সারির শিল্পীরা।
এক প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, পার্টিতে অনেকটা সময় কাটিয়েছেন শাহরুখ, প্রায় তিন-চার ঘণ্টা ছিলেন তিনি। বাড়ি ফেরার সময় শাহরুখ দেখলেন অভিনেতা চন্দন রায় সান্যাল একটি টেবিলের ওপর উঠে নাচছেন। সুভাষের নতুন সিনেমা ‘কাঁচি’তে অভিনয় করবেন চন্দন। একটু পরেই চন্দনের সাথে যোগ দিলেন সুভাষ ঘাই নিজে। সুভাষকে টেবিলে উঠতে দেখে শাহরুখও উঠে নাচা শুরু করলেন। পুরো বিষয়টি খুবই মজার ছিলো। চন্দন, সুভাষ এবং শাহরুখ মিলে ‘ভাগ মিলখা ভাগ’ সিনেমার গান ‘হাওয়ান কারেঙ্গে’র সাথে সেই বিখ্যাত নাচ দিয়েছিলেন। তাদের নাচ দেখে বাকি অতিথিরা সবাই টেবিল ঘিরে একইভাবে নাচা শুরু করে।
ঐশ্বরিয়া রায় বচ্চন পার্টিতে এসেছিলেন তার শাশুড়ি জয়া বচ্চনকে সাথে নিয়ে। এরপর ঐশ্বরিয়ার মা বৃন্দা রায়ও পার্টিতে যোগ দেন। অতিথিদের মধ্যে আরও ছিলেন ঋষি কাপুর, জ্যাকি শ্রফ, সানি দেওল, শত্রুঘ্ন সিনহার মতো বলিউডের একসময়ের রাঘব-বোয়ালরা। আরও দেখা গেছে অভিনেতা রোহিত রয়, ভিনা মালিক এবং কোরিওগ্রাফার সরোজ খান ও গণেশ আচার্যকে। সুভাষের নতুন সিনেমার কলাকুশলীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কার্তিক আরিয়ান।