মেহেরপুর অফিস: মেহেরপুর হোটেলবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আমজাদ হোসেন আর নেই। গত সোমবার রাত ৯টার দিকে তিনি নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…..রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর। তিনি স্ত্রী, ৬ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বাদ জোহর মেহেরপুর হোটেলবাজার জামে মসজিদে জানাজা শেষে তার লাশ মেহেরপুর পৌর কবরস্থানে দাফন করা হয়েছে। তার জানাজা ও দাফন অনুষ্ঠানে মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মিয়াজান আলী, সদর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ গোলাম রসুল, শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সিনিয়র সভাপতি ইলিয়াস হোসেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাশেম আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের ও শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তিনি দীর্ঘদিন দূরারোগ্যব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।