মাথাভাঙ্গা অনলাইন : হজরত শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের টয়লেট থেকে পরিত্যক্ত ১৭ কেজি ২০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টম হাউস। মঙ্গলবার রাত ১১টার দিকে বাংলাদেশ বিমানের জিজি ০৭৯ এর হংকং ফ্লাইট থেকে এগুলো উদ্ধার করা হয়। কাস্টম হাউসের বক্তব্য অনুযায়ী এগুলোর বাজারমূল্য প্রায় সাড়ে ছয় কোটি টাকা।
কাস্টমসের সহকারী কমিশনার কামরুল হাসান জানান, আগে থেকে গোয়েন্দা তথ্য ছিল স্বর্ণের একটি চালান আসবে। বিমানটি ল্যান্ড করার পর পরই তল্লাশি চালানো হয়। এ সময় বিমানের টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি ব্যাগে ১৪০টি স্বর্ণের বার পাওয়া যায়।
তিনি জানান, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো বিমানবন্দর কাস্টমের হেফাজতে জমা দেয়া হয়। এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে করা সম্ভব হয়নি।
এর আগে গত ২২ অক্টোবর দুবাই থেকে ঢাকায় আসা ‘ফ্লাই দুবাইয়ের’ একটি বিমানের টয়লেটে ২৮০টি সোনার বার পাওয়া যায় যার ওজন প্রায় ৩০ কেজি।
গত কয়েক মাসে ঢাকা, চট্টগ্রামের দুই বিমানবন্দরে সোনার বার উদ্ধারের বেশ কয়েকটি ঘটনা ঘটে