দর্শনা অফিস: দর্শনা আইসি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে পুরাতন বাজার মোড় থেকে এক কেজি গাঁজাসহ মাদককারবারীকে গ্রেফতার করেছে। দিনজনের বিরুদ্ধে দায়ের করেছে মামলা। নাস্তিপুরের রাহিমুলকে গ্রেফতারের জন্য খুঁজছে পুলিশ। দর্শনা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই মিজানুর রহমানের নেতৃত্বে এএসআই হাদিউজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা পুরাতন বাজার মোড়ে। এ সময় পুলিশ গ্রেফতার করে দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের রাড়াদি কামারপাড়ার কুড়ন মণ্ডলের ছেলে হাফিজুল ইসলাম ওরফে হাফিজ (৩৫) নাস্তিপুর বেলে মাঠপাড়ার হাবিবুর রহমানের ছেলে ইমদাদুল হক ওরফে ইদুকে (৪২)। পুলিশ গ্রেফতারকৃতদের কাছে থাকা থলে তল্লাশি চালিয়ে উদ্ধার করেছে দু প্যাকেটে এক কেজি গাঁজা। গ্রেফতারকৃত ইদু ও হাফিজ বলেছে, এ গাঁজা নাস্তিপুর বেলে মাঠপাড়ার কাইদার আলীর রাহিমুলের। তারা জোন হাজিরায় গাঁজা বহন করে দর্শনা হল্টস্টেশনের জনৈক গাঁজাকারবারীর কাছে পৌঁছে দেয়ার জন্য যাচ্ছিলো। এ ঘটনায় এএসআই হাদিউজ্জামান বাদী হয়ে গতকালই রাতে হাফিজ, ইদু ও রাহিমুলের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন।