খবর: (বিএনপি না এলে তাদেরকে বাদ দিয়েই সর্বদলীয় নির্বাচনী সরকার গঠন করা হবে)
কেউ ভাবে না আমজনতার কথা
সব দলই চায় গদির আসন খানি
জানি এসব অনেক আগেই জানি
নামেই কেবল পেলাম স্বাধীনতা।
লঙ্কা গেলেই বসি রাবন হয়ে
সাফ করে নিই পথের যত কাঁটা
জনগণের থাকে কপাল ফাটা
কী আর হবে এসব কথা কয়ে!
ছলচাতুরি হয় যত সব ভোটে
পা ফাটাদের একই দশা থাকে
ঘা পড়ে না ওদের আপন ঢাকে
মরণ জোগাড় জোট নেতাদের চোটে!
-আহাদ আলী মোল্লা