ক্রীড়া প্রতিবেদক: ক্রিকেট ভক্তদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন খুলনার কৃতীসন্তান সাবেক জাতীয় দলের ক্রিকেটার শেখ সালাউদ্দীন (৪৮)। গতকাল মঙ্গলবার ভোর সোয়া ৬টায় হঠাত হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। খুলনা সাউথ সেন্ট্রাল রোড়ে অবস্থিত নিজ বাসার ২য় তলায় তিনি একমাত্র মেয়ে তাছিন, ছেলে সাকিব ও স্ত্রী মনাকে নিয়ে বসবাস করতেন।
তাৎক্ষণিক আহ্বানে ২০১২ সালে ২৫ জুন চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উপস্থিত হয়ে চুয়াডাঙ্গার ক্ষুদে ক্রিকেটারদের উৎসাহিত করেছিলেন। সে সময় তার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সিলেক্টর হাবিবুল বাশার সুমন, জাতীয় দলের ওপেনার ইমরুল কায়েস, চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির সভাপতি চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ও পরিচালক সাংবাদিক ইসলাম রকিব।
গতকাল শেখ সালাউদ্দিনের মৃত্যুর সংবাদ শোনার পরপরই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চুযাডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির সভাপতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ও পরিচালক ইসলাম রকিব শেখ সালাউদ্দীনের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। আরো যারা সমবেদনা জ্ঞাপন করেছেন- চুয়াডাঙ্গা শেখ রাসেল ক্রীড়াচক্রের সভাপতি তরুণ ক্রীড়াসংগঠক নঈম হাসান জোয়ার্দ্দার, জেলা আম্পার্য়াস-স্কোরার সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, কমিটির সাবেক সভাপতি সরোয়ার হোসেন মধু, সাবেক চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বদা, জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপকমিটির আহ্বায়ক জিহাদী জুলফিক্কার টুটুল, চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির কোচ সাইফ রাসেল, ক্রিকেট সংগঠক পিন্টু কুমার আগরওয়ালা প্রমুখ।
এদিকে চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে সাবেক জাতীয় দলের ক্রিকেটার শেখ সাউদ্দীনের মৃত্যুতে চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমি ৩ দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে।