আলমডাঙ্গা ব্যুরো : আলমডাঙ্গা থানা পুলিশ বকসিপুর গ্রামের জান্টুকে হেরোইনসহ গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার বকসিপুর গ্রামের ক্ষুদের ছেলে ভ্যান মেকানিক ও ভ্যান ব্যবসায়ী জান্টুকে বিকেলে বকসিপুর শ্মশানের নিকট থেকে গ্রেফতার করে। এসময় পুলিশ তার দোকানের ভ্যানের টায়ারের ভেতর থেকে ১শ ২০ গ্রাম হেরোইন উদ্ধার করে বলে জানা গেছে।