স্টাফ রিপোর্টার: ঘরের মাঠে ওয়ানডেতে সমীহ জাগানোর মতো দল বাংলাদেশ। টেস্টে সময়টা ভালো না গেলেও ওয়ানডেতে বরাবরের মতোই বিপজ্জনক দল নিউ জিল্যান্ড। দুই দলের সর্বশেষ সিরিজ একপেশে হলেও এবার পাওয়া যাচ্ছে লড়াইয়ের প্রতিশ্রুতি।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ মঙ্গলবার প্রথম ওয়ানডে শুরু হবে বেলা দেড়টায়। দিবা-রাত্রির এ ম্যাচে রাতে শিশির পড়াটা বাংলাদেশের একাদশ নির্বাচনে ভালোই প্রভাব ফেলবে। অন্তত অধিনায়ক মুশফিকুর রহিমের কথায় তারই আভাস পাওয়া যাচ্ছে। “উইকেট দেখে মনে হচ্ছে, স্পিনাররা বেশ সহায়তা পাবে। শিশির ফ্যাক্টর একটা বড় ব্যাপার হতে পারে।
নিউ জিল্যান্ডের ইনিংস উদ্বোধন করবেন দুই আক্রমণাত্মক ব্যাটসম্যান হামিশ রাদারফোর্ড আর অ্যান্টন ডেভসিচ। মিডল অর্ডারে কেন উইলিয়ামসন, রস টেইলর ও গ্রান্ট ইলিয়টের উপস্থিতি তাদের স্বভাবসুলভ খেলার সুযোগ করে দেবে বলে মনে করেন নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।