মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেছে সেভ দ্য চিলড্রেন মেহেরপুর জেলা অফিস। গতকাল সোমবার বেলা সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে পরিবার প্রতি ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়। মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিক-উল ইসলাম, সেভ দ্য চিলড্রেন মেহেরপুর জেলা ব্যবস্থাপক ফারুক হোসেনসহ ক্ষতিগ্রস্তরা। উল্লেখ্য, গত ১৩ অক্টোবর রাতে টর্নেডোয় ওই গ্রামের আড়াই শতাধিক বাড়িঘর লণ্ডভণ্ড হয়ে যায়।