মাথাভাঙ্গা মনিটর: হলিউডি অভিনেত্রী অলিভিয়া ওয়াইল্ড এবং তার বাগদত্ত অভিনেতা জেসন সুডেকিস তাদের প্রথম সন্তানের মা-বাবা হতে যাচ্ছেন। পিপল ম্যাগাজিন জানায়, প্রথম সন্তানের আগমন নিয়ে দারুণ খুশি ওই হলিউডি জুটি। ওই জুটির ঘনিষ্ঠ এক সূত্র জানায়, তারা খুবই খুশি। প্রথম সন্তানকে স্বাগত জানানোর জন্য এখন থেকেই পরিকল্পনা শুরু করেছেন তারা। স্যাটারডে নাইট লাইভ-এর ফাইনাল সিজনে ২০১১ সালে জেসনের সাথে পরিচয় হয় অলিভিয়ার। এরপর ২০১৩ সালে বাগদান করেন তারা। অলিভিয়ার আগে কে কেনোনের সাথে ২০০৪ সালে গাঁটছড়া বেঁধেছিলেন জেসন। এরপর ২০০৮ সালে ছাড়াছাড়ি হয়ে যায় তাদের। ওদিকে ২০০৩ সালে ইতালিয়ান চলচ্চিত্র নির্মাতা টাও রাসপলির সাথে বিয়ের পিঁড়িতে বসেছিলেন অলিভিয়া ।
অলিভিয়া মেরি ক্লেয়ার ম্যাগাজিনের এপ্রিল সংখ্যায় পারিবারিক জীবন শুরু করার প্রতি তার আগ্রহের বিষয়ে জানান। ২৯ বছর বয়সী ওই অভিনেত্রী আরও জানান, জেসন বাচ্চাদের খুব ভালো সামলাতে পারে। বাচ্চাদের বড় করতে তার থেকে ভালো সঙ্গী আমি হয় তো আর পাব না।