মহেশপুর প্রতিনিধি: গতকাল সোমবার সকালে মহেশপুর উপজেলার খালিশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতি যাদুঘর ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কলেজের উদ্যোগে তার ৪২তম মৃত্যুবার্ষিকী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ রফি উদ্দীন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের এমপি অ্যাড. শফিকুল আজম খান চঞ্চল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ ও এসবিকে ইউপি চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ। বক্তব্য রাখেন মহেশপুর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম, পৌর কমান্ডার কাজী আব্দুস সাত্তার, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাই ফজলুর রহমার। সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।