স্টাফ রিপোর্টার: মন্ত্রিসভা থেকে কওমি মাদরাসা বিল প্রত্যাহার করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে আরো পরীক্ষা-নিরীক্ষা করার জন্য এ বিলটি প্রত্যাহার করা হয়। মন্ত্রিসভার বৈঠক শেষে গতকাল সোমবার মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভূঁইয়া সাংবাদিকদের এ কথা জানান। এছাড়া মন্ত্রিসভার বৈঠকে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব আইন-২০১৩ (পিপিপি)-এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। আইনে সাতটি অধ্যায় ও ৬৮টি ধারা সন্নিবেশ করা হয়েছে। এ আইনে চুক্তির মেয়াদ, বাতিল কার্যকর, বিরোধ নিষ্পত্তি কীভাবে হবে তা উল্লেখ আছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, যেখানে বেসরকারি বিনিয়োগ লাভজনক হবে না সেখানেই পিপিপির (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) অধীনে কাজ হয়ে থাকে। কারণ পিপিপির মাধ্যমে আয় হতে হবে। নতুবা বেসকরারি বিনিয়োগকারীরা আসবে না। মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ আইনে আরো বলা হয়েছে বেসরকারি পর্যায়ে একটি লিঙ্ক প্রজেক্ট করে দেবে সরকার যা দ্রুত বাস্তবায়ন করা যাবে। এ আইনে যে কেউ ব্যক্তিগতভাবে কোনো প্রস্তাব সরকারের কাছে দিতে পারবে। সর্বোপরি জনস্বার্থে যেকোনো চুক্তি সরকার বাতিল করতে পারবে। বৈঠকে ন্যাশনাল স্ট্রাটেজি ফর দ্যা ডেভোলপমেন্ট অব স্টাটিসটিকস (এনএসডিএস) শীর্ষক পরামর্শক দলিল অনুমোদন করা হয়েছে। এতে শিশুশ্রম জরিপ, কৃষি পরিসংখ্যান, খাদ্য উৎপাদন, মা ও শিশু পুষ্টি ইত্যাদি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জরিপ করতে পারবে।