স্টাফ রিপোর্টার: সর্বশেষ বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজ হারের কথা মাথায় রেখেও এবার সিরিজ জেতার হুঙ্কার দিয়ে রাখলেন নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। গতকাল সোমবার মিরপুরে অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে ম্যাককালাম বলেন, ৪-০ ব্যবধানের হার আমরা ভুলে যাইনি। সেটা একপেশে লড়াই ছিলো আর জয়টা বাংলাদেশের প্রাপ্য ছিলো। আমরা বাজে শট খেলেছিলাম, সিরিজের জন্য প্রস্তুত ছিলাম না। তারপর থেকে আমরা অনেক উন্নতি করেছি। এখন আমরা ওয়ানডে দল হিসেবে আমরা যথেষ্ট ভালো আর আমাদের হারানো খুব কঠিন হবে। আমরা তিন ম্যাচের এ সিরিজ জিততে চাই। আজ মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে সিরিজ শুরু হবে।