স্টাফ রিপোর্টার: আগামী নির্বাচনে নমিনেশনই চাইবেন না সরকার দলীয় সংসদ সদস্য গোলাম মওলা রনি। গতকাল সোমবার এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ কথা জানান। আওয়ামী লীগের নেতাকর্মীদের কিছু সমালোচনাও করেন সদ্য হাজতমুক্ত এ এমপি। ফেসবুক স্ট্যাটাসে রনি লিখেছেন, সামনের দিনগুলো কেমন হবে জানি না। তবে গতকাল ভালো যায়নি আর আজও ভালো যাচ্ছে না। সারাদেশে হরতালের সহিংসতা ছড়িয়ে পড়েছে। শেষ দিকে রনি লিখেছেন, নিন্দুকরা বলবেন, সামনে নির্বাচন। তাই নমিনেশন পাওয়ার জন্য হয়তো এমনটি করছেন। আমি বলবো প্রশ্নই আসে না। কারণ আগামী নির্বাচনে নমিনেশনই চাইবো না। কিন্তু দলের সাথে ছিলাম আছি এবং থাকবো ঠিক আমার মতো করে।