স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের প্রয়াত যুগ্মসাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আশাবুল হক আশার ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ভালাইপুর বাজারে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ওই দোয়া মাহফিলে সকলকে শরিক হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। অপরদিকে মরহুমের পারিবারিক উদ্যোগে তার কয়রাডাঙ্গার বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন করা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে। প্রসঙ্গত, ১৯৯৮ খ্রিস্টাব্দের ২৭ অক্টোবর আশাবুল হক আশা চুয়াডাঙ্গা কলেজ রোড়ের হাসপাতাল মোড়ে প্রাতভ্রমণকালে আততায়ীর গুলিতে জখম হন। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় দুদিন পর ২৯ অক্টোবর তিনি মারা যান।