আলমডাঙ্গা ব্যুরো: গত রোববার রাতে আলমডাঙ্গার হারদী গ্রামে অভিযান চালিয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ৯ জুয়াড়িকে গ্রেফতার করেছে। গতকাল তাদেরকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা গেছে, হারদী গ্রামের থানাপাড়ায় প্রতি রাতে জুয়ার আড্ডা বসে। এমন সংবাদ জানতে পেরে আলমডাঙ্গা থানার এসআই টিপু সুলতান, এসআই পিয়ার আলী ও এএসআই সিরাজ ঘটনাস্থলে অভিযান চালান। এ সময় তারা ৯ জুয়াড়িকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলো- হারদী গ্রামের মৃত খলিল উদ্দিনের ছেলে বেল্টু, মজিবর রহমানের ছেলে লাল্টু, আজিজুল হকের ছেলে শরিফুল ইসলাম, হারু মণ্ডলের ছেলে মজিবর রহমান, আব্দুল আজিজের ছেলে আনন্দ, আশকার আলীর ছেলে আশরাফুল ইসলাম, মনোয়ার হোসেনের ছেলে হাসিবুল ইসলাম, আজগর আলীর ছেলে রবজেল আলী ও খোদাবক্সের ছেলে শফিকুর রহমান। গতকাল সকালে ওই ৯ জুয়াড়িকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।