অতিরিক্ত মাল বগি না থাকায় আলমডাঙ্গার মুন্সিগঞ্জ রেলস্টেশনে ৭০ ডোল পান নিয়ে বিপাকে পড়েছে পান ব্যাপারী
স্টাফ রির্পোটার : আলমডাঙ্গার মুন্সিগঞ্জ রেলস্টেশনে ৭০ ডোল পান নিয়ে বিপাকে পড়েছেন, চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার মুন্সিগঞ্জের পানব্যাপারী। খুলনা থেকে ছেড়ে আসা রকেট এক্সপ্রেসে অতিরিক্ত মাল বগি না থাকার মাশুল গুনছে পান ব্যাপারীগণ। মুন্সিগঞ্জ রেলস্টেশনে ৭০ ডোল পান নিয়ে অনিশ্চয়তার প্রহর গুনছেন অনেক পানব্যাপারী।
জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ রেলওয়ে স্টেশনে ট্রেনে পান তুলতে না পেরে ক্ষোভের আগুনে জ্বলছে পানব্যাপারীরা। এ ব্যাপারে পানব্যাপারী ইসরাইল, মাজু, কামাল, রব্বানী, রবিউল, ইলিয়াচ ও হাবি জানায়, গতকাল রোববার বেলা ২ টা ১৫ মিনিটে খুলনা থেকে ছেড়ে আসা রকেট এক্সপ্রেস ট্রেনটি মুন্সিগঞ্জ রেলস্টেশনে পৌঁছে, পেছনে ফেলে আসা রেলস্টেশন থেকে মালবাহী বগি বোঝাই করে মুন্সিগঞ্জ রেলস্টেশনে পৌঁছুলে মুন্সিগঞ্জ এলাকার পান ট্রেনের মালবাহী বগিতে জায়গা পায়নি। মুন্সিগঞ্জ রেলস্টেশনে পড়ে থাকা ৭০ টি পানের ডোল ফেলে রকেট এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটির উদ্দেশে যায়। পানের ডোল নিয়ে পানব্যাপারীরা পড়েন বিপদে। ট্রাক ভাড়া করে পান মোকামে নিতে চাইলে কোনো ট্রাকমালিক হরতালের মধ্যে ট্রাক ভাড়া দিতে চাইছে না বলে পান ব্যাপারীরা জানান। তারা আরো জানান, প্রতিটি পানের ডোলের মূল্য ৩০ হাজার করে। মুন্সিগঞ্জের পান ব্যাপারীরা রকেট মেলের একটি মালবাহী বগি ভাড়া করেন, কিন্তু চুয়াডাঙ্গা রেলস্টেশন থেকে সেই বগির তালা ভেঙে পান লোড করা হয়। মুন্সিগঞ্জ রেলস্টেশনে রকেট মেল পৌঁছুলে তা লোড দেখে এলাকার পান ব্যাপারী সেই পান মুন্সিগঞ্জ রেলস্টেশনে নামিয়ে নেন। উত্তেজনা দানা বেধে উঠে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৭০ টি পানের ডোল মুন্সিগঞ্জ রেলস্টেশনে পড়ে ছিলো।