মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার দিনদত্ত-হিজুলী সড়কে ছিনতাইকারীদের কবলে পড়েছেন হিজুলী গ্রামের জামাই আব্দুল হান্নান (৩৬)। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্বশুরবাড়ি হিজুলী যাওয়ার পথে ছিনতাইকারীদের হামলায় তিনি আহত হন। আব্দুল হান্নান মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন পরিষদের সদস্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, দিনদত্ত ব্রিজ থেকে হিজুলী গ্রামে প্রবেশমুখে পান্তার মাঠে পৌঁছুলে কয়েকজন ছিনতাইকারী আব্দুল হান্নানের গতিরোধ করে। তার মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে তিনি চিৎকার শুরু করেন। ধস্তাধস্তির এক পর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে আসে। ছিনতাইকারীরা আব্দুল হান্নানকে মারধর করে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। গ্রামের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম দৈনিক মাথাভাঙ্গাকে জানিয়েছেন, এটি ছিনতাই নয়। তবে ঘটনার সাথে কারা জড়িত তা খুঁজে বের করতে মাঠে নেমেছে পুলিশ।