মাথাভাঙ্গা মনিটর: শেষ তিন রাউন্ড ধারাবাহিকভাবে ভালো খেলে ২৫তম স্থানে থেকে মালয়েশিয়ার সিআইএমবি ক্লাসিক শেষ করেছেন সিদ্দিকুর। শেষ রাউন্ডে পারের চেয়ে দুই শট কম খেলেছেন তিনি। চার রাউন্ড মিলে পারের চেয়ে মোট চার শট কম খেলেছেন বাংলাদেশের সেরা এ গলফার। তৃতীয় রাউন্ড শেষে যৌথভাবে ৩২তম স্থানে ছিলেন সিদ্দিকুর। তবে প্রথম রাউন্ডের ব্যর্থতার কারণেই মুলত এতোটা পেছনে থেকে টুর্নামেন্ট শেষ করতে হলো এশিয়ান ট্যুর জেতা একমাত্র বাংলাদেশি গলফারকে।
প্রথম রাউন্ডে পারের চেয়ে তিন শট বেশি খেলে ৬৫তম অবস্থানে ছিলেন সিদ্দিকুর। দ্বিতীয় রাউন্ডে ৫১তম স্থানে উঠে এসেছিলেন। প্রথম রাউন্ডের ব্যর্থতার হতাশা ফুটে উঠেছে সিদ্দিকুরের কণ্ঠেও। তবে পরের রাউন্ডে ভালো করার ব্যাপারে আশাবাদী ছিলেন তিনি। প্রথম রাউন্ডের পর আমি অনেক হতাশ ছিলাম। তবে বলে বেশ ভালো শট করেছি, যা আমাকে ভালো খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী করে তোলে। শেষ তিন দিনের ফলেই যার প্রমাণ মেলে। বুবা (একটি মেজরজয়ী মার্কিন গলফার বুবা ওয়াটসন) ও কিগানের (পিজিএ চ্যাম্পিয়শিপ জেতা মার্কিন গলফার কিগান ব্র্যাডলি) সাথে খেলে আমি অনেক কিছু শিখেছি। আগে আমি রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলতাম কিন্তু তাদের কাছ থেকে শিখেছি যে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলা প্রয়োজন। শেষদিকে এটাই আমি চেষ্টা করেছি আর এটা কাজেও লেগেছে। পারের চেয়ে মোট ১৪ শট কম খেলে ৭০ লাখ ডলারের এ টুর্নামেন্ট জিতেছেন যুক্তরাষ্ট্রের গ্যারি উডল্যান্ড।