স্টাফ রিপোর্টার: যুদ্ধাপরাধের মামলার রায় দেয়া এক বিচারপতির বাড়ির সামনে বিস্ফোরণ ঘটানোর পর হরতালের মধ্যে বোমা ছোড়া হয়েছে এ বিচারে সম্পৃক্ত থাকা আইনজীবী তুরিন আফরোজের বাড়িতে। বিএনপি-জামায়াত জোটের হরতালের প্রথম দিন রোববার সন্ধ্যার পর মোহাম্মদপুরে প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান মীর্জা জলিল এবং সংসদ সদস্য এনামুল হকের বাড়ির সামনেও বোমার বিস্ফোরণ ঘটে। এছাড়া মৌচাকে দেশ টিভি ও ভোরের কাগজের কার্যালয় এবং মিরপুরে মোহনা টিভির কার্যালয়ের সামনেও কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজের উত্তরার বাড়িতে বোমা ছোড়া হয় রাত পৌনে ৯টার দিকে। ব্যারিস্টার তুরিন বলেন, বাড়ির আঙিনায় হাঁটাহাটি করছিলাম। এমন সময় মূল ফটকের ওপর দিয়ে ভেতরে একটি হাতবোমা এসে পড়ে বিস্ফোরিত হয়। তুরিন অক্ষত রয়েছেন। তবে নিরাপত্তা রক্ষী এক পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানান ট্রাইব্যুনালের এ প্রসিকিউটর। বোমা হামলার পর প্রসিকিউটরের বাড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে উত্তরা পশ্চিম থানার ওসি খন্দকার রেজাউল হাসান জানিয়েছেন। হরতালের আগের দিন আপিল বিভাগের বিচারপতি এসকে সিনহার বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। আপিল বিভাগের যে বেঞ্চ যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় দিয়েছে, বিচারপতি সিনহা ওই বেঞ্চের সদস্য। ১৮ দলীয় জোটের অন্যতম শরিক জামায়াত হরতালের সমর্থনে যে মিছিল বিভিন্ন স্থানে বের করেছে, তাতে যুদ্ধাপরাধে দণ্ডিত কাদের মোল্লাসহ তাদের শীর্ষনেতাদের মুক্তির দাবি সম্বলিত ব্যানার দেখা গেছে সামনে। প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান মীর্জা জলিলের মোহাম্মদপুরের বাড়ির মূল ফটকের সামনে দুটি হাতবোমা বিস্ফোরণ ঘটে রাত ৯টার দিকে। বায়তুল আমান হাউজিঙের ১২ নম্বর রোডের ৫৩৯ নম্বর পাঁচ তলার বাড়ির চতুর্থ তলায় থাকেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এ সদস্য। বিস্ফোরণের সময় তিনি বাড়িতে ছিলেন। মীর্জা জলিল বলেন, প্রাইভেটকারে এসে দুর্বৃত্তরা বোমা ফাটিয়ে দ্রুত চলে যায়। আদাবর থানার ওসি শামিমুর রশীদ বলেন, ওই ঘটনার পর প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যানের বাড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে। ওই এলাকায় থাকা সংসদ সদস্য এনামুল হকের বাড়ির সামনেও প্রায় একই সময়ে বোমা বিস্ফোরণ ঘটে বলে ওসি জানান। এনামুল রাজশাহীর বাগমারা আসনে সরকারদলীয় সংসদ সদস্য। রাত ৯টার দিকে মিরপুরে সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার মালিকানাধীন মোহনা টেলিভিশনের কার্যালয়ে সামনে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।