টিপ্পনী

 

খবর: (তিন দিনেও দাফন হয়নি বেওয়ারিশ লাশ)

 

সারা জীবন কষ্ট পেলাম

মরেও পড়ে লাশ,

যাবে নাকি এই বাঙালির

পুরোনো অভ্যাস?

 

খালি পেটেই দিন কাটালাম

মরেও হলো ফের,

লাশটা বুঝি পড়বে গলে

ব্যাপার আতঙ্কের!

 

রাস্তা ঘাটেই মানুষ হলাম

পেলাম নাতো ঘর,

হাসপাতালে মরণ হলো

হলাম দেশান্তর।

 

-আহাদ আলী মোল্লা