ঝিনাইদহ হরিণাকুণ্ডুর দৌলতপুর ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আবুল হোসেন খুন
হরতালের মধ্যে ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলা বিএনপির সভাপতিকে বোমা মারার পর কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আবুল হোসেন (৫৬) দৌলতপুর ইউনিয়ন পরিষদেরও চেয়ারম্যান ছিলেন। হরিণাকুণ্ড থানার ওসি মহিবুল হক জানান, সোমবার দুপুরে বিরোধী দলের ডাকা হরতালের মধ্যে দলীয় কার্যক্রম শেষে দখলপুর বাজার থেকে মোটর সাইকেলে করে বাড়ির দিকে ফিরছিলেন আবুল হোসেন। বেলা সাড়ে ১২টার দিকে সড়তে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা প্রথমে তার দিকে হাতবোমা ছুড়ে মারে। বিস্ফোরণে তিনি পড়ে গেলে কুপিয়ে তার মৃত্যু নিশ্চত করে চলে যায় হামলাকারীরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আবুল হোসেনের লাশ উদ্ধার করে। কারা কী কারণে এই বিএনপি নেতাকে হত্যা করেছে তা জানাতে পারেননি ওসি। দুপুর পর্যন্ত কাউকে গ্রেপ্তারও করা হয়নি।