স্টাফ রিপোর্টার: আদালতের নির্দেশে চালানো উচ্ছেদ অভিযানে বাধা দেয়ায় ঝালকাঠীর এক ইউপি চেয়ারম্যানকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আদালতের আদেশে গতকাল রোববার ঝালকাঠীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম শাহীদুল ইসলাম এ আদেশ দেন। দণ্ডিত আমীন কাজী নলছিটি উপজেলার মগর ইউপি চেয়ারম্যান। জেলা ও দায়রা জজ আদালতের নাজির দিলীপ সাহা বলেন, এক মাস আগে আদালতের নির্দেশে মগড় ইউনিয়নে উচ্ছেদ অভিযানে যান তিনি। এ সময় ইউপি চেয়ারম্যান আমীন কাজী তার লোকজন নিয়ে উচ্ছেদে বাধা দেন এবং তাকে লাঞ্ছিত করেন। এ ঘটনায় তিনি (নাজির দিলীপ সাহা) বাদী হয়ে আদালতে মামলা করেন। এর আগে উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন তিনি। রোববার জামিনের মেয়াদ শেষ হলে নিন্ম আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। কিন্তু আবেদন নাকচ হয়।