আলমডাঙ্গা ব্যুরো: গতকাল রোববার জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন আলমডাঙ্গা পৌরসভা পরিদর্শন করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আনজুমান আরা। পরিদর্শনকালে আলমডাঙ্গা পৌর মেয়র মীর মহিউদ্দিনের নেতৃত্বে কাউন্সিলর ও পৌর কর্মকর্তারা তাকে ফুলেল অভ্যর্থনা জানান। পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, শুধু সেবা করে সুনাম অর্জন সম্ভব হয় না। মানুষের সাথে ভালো আচরণ করে তাদের মন জয় করতে হবে। চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা উভয়ই প্রথম শ্রেণির পৌরসভা হওয়া সত্বেও চুয়াডাঙ্গার চেয়ে সেবা প্রদানের দিক দিয়ে আলমডাঙ্গা পৌরসভা অনেক নিম্নমানের। শহর থেকে এরশাদপুরে যাওয়ার রাস্তা এতোটা খারাপ যে, ওই রাস্তা চলাচলের অনুপযোগী। তবে তিনি নতুন পৌরভবন নির্মাণের জন্য জমি প্রদানের আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর আলাল আহমেদ, রাজা মিয়া, নাসির উদ্দিন, কাজী সাচ্চু, দিনেশ কুমার বিশ্বাস, শরিফুল ইসলাম রিফাত, ইলিয়াস হোসেন প্রমুখ।