মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার উজুলপুর-মনোহরপুর গ্রামবাসীর উদ্যোগে হাজি রহিম বকস স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উজুলপুর একাদশ ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। গতকাল শনিবার উজুলপুর মাধ্যমিক বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় উজুলপুর একাদশ ৩-১ গোলে কামদেবপুর একাদশকে পরাজিত করে। বিজয়ী উজুলপুর একাদশের রাব্বি, তরুন ও রানা ১টি করে গোল করে। এছাড়া বিজিত দল কামদেবপুর একাদশের পক্ষে কাজল একমাত্র গোলটি করে।