মাথাভাঙ্গা মনিটর: ২২ বছর আগে দিল্লির সম্ভ্রান্ত এক ব্রাহ্মণ পরিবারের মেয়ে গৌরী শিবারকে ভালোবেসে বিয়ে করেছিলেন ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খান। হিন্দু রীতিতেই গৌরীর গলায় মালা পরিয়েছিলেন কিং খান। দিনটি ছিলো ১৯৯১ সালের ২৫ অক্টোবর। গতকাল ২২তম বিবাহবার্ষিকী উদযাপন করেছেন বলিউডের সফল এ দম্পতি। বিশেষ দিনটি উপলক্ষে অতীত ঘেঁটে শাহরুখ-গৌরীর নাটকীয় ভালোবাসার পেছনে লুকিয়ে থাকা অজানা নানা গল্পের কথা জানিয়েছে ওয়ান ইন্ডিয়া। শাহরুখ-গৌরীর ভালোবাসার গল্প ছবির কাহিনীকেও যেন হার মানায়। শুরু থেকেই অনেক বাধা-বিপত্তি এসেছে তাদের প্রেমে। কিন্তু সব চড়াই-উতরাই পেছনে ফেলে ঠিকই একে অপরের জীবনসঙ্গী হয়েছেন সফল এ প্রেমিক যুগল। ২২ বছর ধরে তারা সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন। দুই ছেলে আরিয়ান, আবরাম ও মেয়ে সুহানাকে নিয়ে শাহরুখ-গৌরীর সুখের সংসার। মাঝে বলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে ঘিরে শাহরুখের ঘনিষ্ঠতার খবর চাউর হওয়ায় শাহরুখ-গৌরীর সংসারে অশান্তির ঝড় উঠলেও, পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে সমস্যা মিটিয়ে পারিবারিক বন্ধন আরও দৃঢ় করেছেন শাহরুখ-গৌরী।