মাথাভাঙ্গা মনিটর: ইরানের দক্ষিণপূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তে রাতভর সশস্ত্র দৃষ্কৃতকারীদের সাথে লড়াইয়ে দেশটির ১৪ জন সীমান্তরক্ষী নিহত ও ৫ জন রক্ষী আহত হয়েছেন। তবে কারা সীমান্তরক্ষীদের সাথে সহিংসতায় জড়িয়েছে তাদের সম্পর্কে বিস্তারিত আর কিছু প্রকাশ করা হয়নি। ইসলামিক রিপাবলিক অব ইরানের সীমান্তরক্ষীদের সাথে রাতভর সশস্ত্র লড়াই হয়। দক্ষিণপূর্বাঞ্চলীয় সিসতানের সারাভন ও বেলুচিস্তান প্রদেশের সীমান্তে এ লড়াইয়ে ১৪ জন রক্ষী শাহাদাত বরণ করেছেন।