দামুড়হুদা অফিসঃ দামুড়হুদা উপজেলা ১৮ দলীয় জোটের সংগ্রাম কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা বিএনপি সভাপতি লিয়াকত আলী শাহ্’র সভাপতিত্বে এ কমিটি গঠন করা হয়। উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা বিএনপির সহসভাপতি আবুল কাশেম, তোফাজ্জেল হোসেন, মহাম্মদ আলী শাহ্ মিন্টু, আতিয়ার রহমান দরফদার, উপজেলা সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন, হাউলী ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল ওয়াহেদ, দামুড়হুদা ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুর রহমান মালিথা, সাধারণ সম্পাদক ডা. হায়দার আলী, নতিপোতা ইউনিয়ন বিএনপি সভাপতি কামরুজ্জামান টুনু, দামুড়হুদা উপজেলা যুবদল সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, হাউলী ইউনিয়ন বিএনপি সহসভাপতি পিয়ার আলী, আলী আহম্মদ, আ. গনি, জামায়াতে ইসলামীর দামুড়হুদা উপজেলা আমির নায়েব আলী, সেক্রেটারি মাও. আব্দুল গফুর, দামুড়হুদা ইউনিয়ন আমির চেয়ারম্যান শরিফুল আলম মিল্টন, হাউলী ইউনিয়ন আমির নজরুল ইসলাম, শামসুল আলম, জুড়ানপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আ. আজিজ, সেক্রেটারি নিজাম উদ্দিন, সাইদুর রহমান লিপু, নজরুল ইসলাম, মহিউদ্দিন প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে লিয়াকত আলী শাহকে আহ্বায়ক ও তোফাজ্জেল হোসেন, আবুল কাশেম, রফিকুল হাসান তনু, নায়েব আলী, মাও. আ. গফুর ও শরিফুল আলম মিল্টনকে যুগ্মআহ্বায়ক করে ৫১ সদস্য কমিটি গঠন করা হয়।