দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় জাতীয় রম্য বিতর্ক প্রতিযোগিতা ডিপিএল’র অডিশনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে মিডিয়া পার্টনার দৈনিক যুগান্তরের আয়োজনে দামুড়হুদা উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, দামুড়হুদা মডেল থানার ওসি আহসান হাবীব (পিপিএম), দৈনিক যুগান্তরের জীবননগর উপজেলা প্রতিনিধি সালাউদ্দিন কাজল ও দশর্না সরকারি কলেজের প্রভাষক নজরুল ইসলাম।
প্রতিযোগিতায় বিচারক ছিলেন, এএসপি (প্রবি) আছাদুজ্জামান, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের প্রিন্সিপাল কামাল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা ও মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল। প্রতিযোগিতায় নির্বাচিতরা হলো- দর্শনা কেরুজ উচ্চ বিদ্যালয়ের ছাত্র নিশান আমিন, কার্পাসডাঙ্গা কলেজের ছাত্রী নাসরিন খাতুন, দামুড়হুদা পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র রাকিব হাসান, আরাফাত হোসেন, ইকবাল আব্দুল্লাহ, তারিকুজ্জামান মানিক, ফরিদা খাতুন ও হাবিবা হাসনাহার। উপস্থিত ছিলেন সাংবাদিক বখতিয়ার হোসেন বকুল, তাছির আহমেদ, শামসুজ্জোহা পলাশ, মনিরুজ্জামান সুমন ও শাহাবুদ্দিন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, দৈনিক যুগান্তরের দামুড়হুদা উপজেলা প্রতিনিধি ইকরামুল হক পিপুল। উল্লেখ্য, এই প্রথম শিক্ষার্থীদের নিয়ে দেশে সবচেয়ে বড় রিয়েলিটি শো অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেরাদের জন্য থাকবে প্রায় অর্ধ কোটি টাকার পুরস্কার। মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছে দৈনিক যুগান্তর ও চ্যানেল আই ।