ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ শহরের নিশ্চিন্তপুর খাদ্য গোডাউনের নিকট বোমা হামলার ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাত ৮টার দিকে এ হামলা চালানো হয়। তবে বোমা হামলার ঘটনায় কেউ হতাহত হয়নি। বোমার বিকট শব্দে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
কালীগঞ্জ থানার ওসি মনির উদ্দীন মোল্ল্যা জানান, বর্তমান প্রেক্ষাপটে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য বোমা হামলা চালানো হয়েছে বলে তিনি ধারণা করছেন। কে বা কারা বোমা হামলা চালিয়েছে তা জানা যায়নি।
প্রসঙ্গত, গত বুধবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালীতে বোমা হামলার ঘটে। দুর্বৃত্তরা বাজারের পশ্চিমপাড়ার আতিয়ারের চায়ের দোকান লক্ষ্য করে পরপর দুটি বোমা চালায়। এ সময় একটি বোমা বিস্ফোরিত হয়।