স্টাফ রিপোর্টার: জীবননগর উথলী সেনেরহুদার বিএনপি নেতা আবুল কালাম আজাদ হৃদরোগে আক্রান্ত হয়েছেন। গতকাল তিনি জীবননগরে বিএনপির সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিয়ে বাড়ি ফিরে উচ্চরক্তচাপজনিত সমস্যায় কাতর হয়ে পড়েন। পরে তাকে নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে।
চুয়াডাঙ্গা জীবননগরের উথলী সেনেরহুদার মৃত আফছার আলীর ছেলে আবুল কালাম আজাদ ইউনিয়ন বিএনপি নেতা। তিনি লোকমোর্চারও নেতৃত্ব দেন। সদালাপী আবুল কালাম আজাদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মীসহ নিকটজনেরা ছোটাছুটি শুরু করেন। দেখার জন্য অনেকেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে উপস্থিত হন। গতরাতে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালের উদ্দেশে নেয়া হয়েছে বলে জানা গেছে। সেখান থেকে ঢাকায় নেয়ার প্রক্রিয়া করা হতে পারে।
বিএনপি নেতা আবুল কালাম আজাদের সুস্থতা কামনায় কেন্দ্রীয় যুবদল নেতা মাহমুদুল হাসান খান বাবু সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।