দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় এক মাদকব্যবসায়ীকে গাঁজাসহ আটক করেছে র্যাব-১২। র্যাবসূত্রে জানা যায়, র্যাব-১২ হোসেনাবাদ ক্যাম্পের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার সকাল ১১টার দিকে র্যাব ক্যাম্পের পাশে হোসেনাবাদ টেকনিক্যাল কলেজের সামনে থেকে এক কেজি গাঁজাসহ মাদকব্যবসায়ী প্রাগপুর ইউনিয়নের জামালপুর গ্রামের মোবার মণ্ডলের ছেলে বুলবুল হোসেনকে (২০) আটক করে। পরবর্তীতে দৌলতপুর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুণ কুমার মণ্ডলের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসামিকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।