দর্শনা অফিস: প্রাকৃতিক দুর্যোগের কারণে একদিন পরে আনুষ্ঠানিকভাবে শুরু করা হলো তিনদিনব্যাপি বাউল ও লোকজ উৎসব। চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া নতুনপাড়া (কেরুজ মাঠে) তিনদিনব্যাপি এ উৎসব গতকাল শনিবার দুপুরে বর্ণাঢ্য ৱ্যালির মধ্যদিয়ে উদ্বোধন করা হয়। ধীরু বাউলের নেতৃত্বে ৱ্যালি গ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।