অবসরপ্রাপ্ত ব্যাংকার জামালুর রহমানের ইন্তেকাল

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা শহরের ঈদগাপাড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত ব্যাংকার শেখ জামালুর রহমান ইন্তেকাল করেছেন। গতরাত সাড়ে ১০টার দিকে তিনি তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ বাদ জোহর নামাজে জানাজা শেষে জান্নাতুল মওলা কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হবে।

শেখ জামালুর রহমান জনতা ব্যাংকে চাকরি করতেন। দু বছর আগে তিনি অবসর গ্রহণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। তিনি আলমডাঙ্গা রুইথনপুর গ্রামের মৃত শেখ মশিয়ার রহমানের ছেলে।