স্টাফ রিপোর্টার: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি ১৬১ গ্রাম সোনাসহ সৌদিফেরত এক হাজিকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গতকাল শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেনের নেতৃত্বে এপিবিএনের একটি দল তাকে আটক করে। আটক ব্যক্তি হলেন মো. সুরুজ্জামান (৫৩)। তিনি এলিগেন্ট এভিয়েশন নামের একটি প্রতিষ্ঠানের কর্ণধার। এপিবিএন জানিয়েছে, আটক সোনার দাম প্রায় অর্ধ কোটি টাকা। এ নিয়ে চলতি সপ্তায় শাহজালাল বিমানবন্দরে মোট তিনবার সোনা আটকের ঘটনা ঘটলো। আলমগীর হোসেন জানান, সৌদি এয়ারলাইনসের এইচভি-৮০৬ নম্বর ফ্লাইটে করে গতকাল বেলা আড়াইটার দিকে ঢাকায় আসেন সুরুজ্জামান। বিমানবন্দরে গ্রিন চ্যানেল এলাকা পার হওয়ার পর তার ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় সুরুজ্জামানের ব্রিফকেস, মানিব্যাগ ও পাসপোর্ট রাখার হাতব্যাগ থেকে দশটি বারের ১১৬১ গ্রাম সোনা পাওয়া যায়। শাহজালাল বিমানবন্দরে ২২ অক্টোবর মঙ্গলবার দুবাই থেকে আসা এয়ার অ্যারাবিয়ার উড়োজাহাজের শৌচাগারে ৩২ কেজি এবং ২৩ অক্টোবর বুধবার ব্যাংকক থেকে আসা এক যাত্রীর কাছ থেকে এক কেজি ২০০ গ্রাম সোনা আটক করা হয়।