বাপ্পীর নতুন নায়িকা মিষ্টি

 

স্টাফ রিপোর্টার: চিত্রনায়ক বাপ্পী চৌধুরী এবার চলচ্চিত্রের নবাগত নায়িকা মিষ্টির সাথে জুটিবদ্ধ হয়ে অভিনয় করতে যাচ্ছেন। ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘পাত্রী চাই’ ছবিটিতে জুটিবদ্ধ হয়ে শিগগিরই অভিনয় শুরু করবেন। এরই মধ্যে বাপ্পী ও মিষ্টি ‘পাত্রী চাই’ ছবিটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এস অ্যান্ড এস ফিল্মস প্রযোজিত এ ছবিতে অভিনয়ের মধ্যদিয়েই চলচ্চিত্রপ্রেমী দর্শকরা নতুন আরেক জুটিকে পাবেন। মিষ্টির সাথে নতুন চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে চিত্রনায়ক বাপ্পী বলেন, বলা যায় আমি নিজেও চলচ্চিত্রে নতুন। তাই নতুন কারো সাথে জুটিবদ্ধ হয়ে কাজ করার বিষয়টি আমাকেও অনেক অনুপ্রাণিত করে। মিষ্টি আধুনিক শিক্ষায় শিক্ষিত স্মার্ট একজন মেয়ে। যতোদূর জানি তিনি অভিনয় যেমন জানেন, ঠিক তেমনি নাচেও বেশ পারদর্শী। আশাকরি আমাদের দু’জনের কাজ অনেক ভালো হবে। মিষ্টি বলেন, চলচ্চিত্রে আমি একেবারেই নতুন। এর আগে কয়েকটি নাটকে অভিনয় করেছি। পাশাপাশি বিজ্ঞাপনে মডেল হিসেবেও কাজ করেছি।